খন্দকার আলমগীর হোসাইন : গতকাল জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন সাবেক সেক্রেটারি বর্ষিয়াণ রাজনীতিক ডা. সফিকুর রহমান। সেক্রেটারি আমির নির্বাচিত হওয়ায় সেক্রেটারি পদটি খালি হয়।
জল্পনা-কল্পনা শুরু হয় কে হচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল?
নাম প্রকাশ না করা শর্তে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটিসহ বেশ কয়েকজন নেতা শ্যামল বাংলাকে জানান, আমিরের শপথের পর নির্বাহী কমিটির সবায় সেক্রেটারি নিয়ে আলোচনা হবে। এরপর আমিরে জামায়াত সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করবেন।
তারা জানান, সেক্রেটারি হওয়ার দৌড়ে রয়েছেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের, মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান।
তারা নিশ্চিত করেছেন এই চারজনের একজনই সেক্রেটারি জেনারেল হচ্ছেন।
এর মধ্যে ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের সাবেক এমপি ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য, বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
মিয়া গোলাম পরওয়ারও সাবেক এমপি ও দলের নায়েবে আমির। বাড়ি খুলনায়।
হামিদুর রহমান দলের নির্বাহী কমিটির সদস্য এবং কক্সবাজার থেকে নির্বাচিত সাবেক এমপি।
মাওলানা রফিকুল ইসলাম খান বর্তমানে সহকারী সেক্রেটারি জেনারেল, এর আগে তিনি ঢাকা মহানগর আমির ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন।
এদের মধ্য থেকে যে কেউই সেক্রেটারি জেনারেল নির্বাচিত হতে পারে। কয়েকদিনের মধ্যে সেক্রেটারি জেনারেল কে হচ্ছেন তা পরিষ্কার হয়ে যাবে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন।