1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ছিনতাই হওয়া ডিম বোঝাই ট্রাক ৯৯৯-এ কল করে উদ্ধার, আটক ৫ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে জরিমানা চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’র পুরস্কার বিতরণ “প্রেস বিজ্ঞপ্তি” ৯২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নবী হোসেন এর মাতা ইন্তেকাল করায়, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এর শোকবার্তা ঠাকুরগাঁওয়ের পৌরসভায় ৮ হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধভাবে চলছে ! প্রশাসন কিছু না, আমরা যা সিদ্ধান্ত নিবো তাই মানতে হবে’–কুবি শিক্ষার্থীকে সমন্বয়ক কুবিতে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করবে এনআরবিসি ব্যাংক ভাষাশহিদ অহিউল্লাহ’কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন —-অধ্যাপক এম এ বার্ণিক শ্রীপুরে গাঁজা সহজ স্বামী স্ত্রী আটক ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু !

চৌদ্দগ্রামে ছিনতাই হওয়া ডিম বোঝাই ট্রাক ৯৯৯-এ কল করে উদ্ধার, আটক ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ২৫৬ বার

মনোয়ার হোসেন, কুমিল্লা : জাতীয় সেবা ৯৯৯-এ কল করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ডিম বোঝাই একটি ট্রাক উদ্ধার ও পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো: বান্দরবানের লামা উপজেলার হরিণ ঝিরি গ্রামের আলা উদ্দিনের ছেলে মো. সোহেল (২১), ফেনী সদর উপজেলার উকিলপাড়ার আবদুল ওহাবের ছেলে আবদুল হান্নান প্রকাশ শাওন (৩০), চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের আবদুল জলিলের ছেলে আবদুল সালাম প্রকাশ শাহিন (৩৮), জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কিরণ মজুমদার(৩৬) ও পৌর এলাকার কিংশ্রীপুর গ্রামের মৃত তিতু মিয়ার ছেলে আবদুল কাদের (৫৫)।

এ ঘটনায় শনিবার (২৩ নভেম্বর) রাতে ট্রাকের মালিক কিশোরগঞ্জের কটিয়াদি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইফুর রহমান সাইফুল বাদি হয়ে ছয় ছিনতাইকারির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করে। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কাপাশিয়া এলাকার ডায়মন্ড এগ্রো লিমিটেড থেকে পৌঁনে আট লাখ টাকা মূল্যের এক লাখ নয় হাজার চারশ’টি ডিম ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-০৭৬৩) বোঝাই করে। ট্রাকটি নিয়ে ড্রাইভার ও হেলপার চট্টগ্রামের খাতুনগঞ্জের মেসার্স ট্রেডিং স্টীল মিলের উদ্দেশ্যে রওয়ানা করে। পরদিন শনিবার সকালে সাইফুর রহমান সাইফুল গাড়ির ড্রাইভার ও হেলপারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে অবস্থান জানতে চাইলে তারা একেক সময় একেক কথা বলে বিভ্রান্ত করে। এরমধ্যে তারা প্রথমে ট্রাকটি নষ্ট ও পরে ছিনতাই হওয়ার সংবাদ মালিককে জানায়। কথাবার্তায় সন্দেহ হওয়ায় তিনি মাধ্যমে খবর নিয়ে জানতে পারেন মালবোঝাই ট্রাকটি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভাধীন হাইস্কুল রোড এলাকায় ড্রাইভার ও হেলপারের সহযোগিতায় সংঘবদ্ধ চক্রের সাথে আঁতাত করে ডিম বিক্রি করছিল।

তিনি উপায়ন্তর না দেখে শনিবার দুপুরে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করেন। এর ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজের দিক নির্দেশনায় অফিসার অপারেশন ত্রিনাথ সাহা ও এসআই আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হাইস্কুল রোড থেকে কিছু ডিমসহ আবদুল কাদের নামে এক ছিনতাইকারীকে আটক করে।

তাকে জিজ্ঞাসাবাদ করে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে সোহেল, কিরণ ও শাওনকে আটক করে। পরবর্তীতে কিরণের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত আইডিয়াল পেট্রোল পাম্প থেকে ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের শাহিনকেও আটক করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম