নিজস্ব প্রতিবেদক :
দির্ঘ ৯ ঘন্টা অভিযান শেষে পাওয়া গেল ডেনমার্কের মেয়ে নাদিয়াকে। অভিযুক্ত নাংগলকোটের আশারকোটা গ্রামের প্রতারক সাইফ।
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের সাইফ দুই মাস আগে নাদিয়া নামের তার স্ত্রীর ৫০ কোটি টাকা নিয়ে দেশে আসে। এসে দুই মাস যোগাযোগ বন্ধ রাখেন স্ত্রী সাথে।
স্ত্রী নাদিয়া তার তিন বছরের একমাত্র কন্যা সন্তান নিয়ে বাংলাদেশে এসে স্ত্রীর মর্যাদা যাচ্ছেন।
ভুক্কভোগী নাদিয়া ছেলে বাড়ি আশারকোটা গেলে শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করে।
সেখান থেকে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লার একটি হোটেলে রাখরে। জীবনের ঝুঁকি থাকায় মেয়েটি সন্তান নিয়ে অন্য একটি হোটেলে অবস্থান করছেন।
এরই মধ্যে খবর পেয়ে প্রতারক সাঈফ ডেনমার্ক চলে যায়।
বিস্তারিত আসছে…