খাদেমুল বাবুল, জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা নির্বাচনে প্রতিপক্ষ বিদ্রোহী প্রাথর্ীর সমর্থকদের গুলিতে আ’লীগ প্রাথর্ীর আব্দুল খালেক (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনায় পঁাচ জন আহত হয়েছে ।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা নির্বাচনী প্রচারনা শেষে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে খাবার খাওয়ার সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোলাইমান হোসেনের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজের সাবেক জিএস ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল খালেক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তিনি দেওয়ানগঞ্জ পৌর এলাকার ডালবাড়ী এলাকার আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় মুসলিম (৩২), আনার আলী (৪৮), রুবেল (২৮), সবুজ (৩০), মামুন (৪২), রাজু (২৮) গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মুসলিম ও আনার আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোলাইমান হোসেনসহ ৩১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার খালেকের লাশ উদ্ধার করে জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।