আইকে ইব্রাহীম:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর উত্তর পাড়ায় গত বুধবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১ কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ কৃষক হলেন মৃত হাফিজুর রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান। জানা যায়, শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে একটি আধাপাকা ঘর ও নগদঅর্থসহ কয়েক লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এর নির্দেশে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন।