আবদুর রকিব, মুন্সিগঞ্জ : মুন্সীগঞ্জ শ্রীনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। গত কাল বুধবার বিকেলে উপজেলার হরপাড়া আবুল হোসেন ডিজিটাল প্রিন্টার্সের স্বত্ত্বাধিকারী আবুল হোসেনের নিজস্ব বিল্ডিংয়ের ছাদে বিদ্যুত স্পৃষ্টের এ ঘটনা ঘটে। জানাযায়, উপজেলার দেউলভোগ শাহ্বকসী মাজার সংলগ্ন এলাকার ভাড়াটিয়া আরিফ হোসেনের মেয়ে আরিফা আক্তার(৮)সহ কয়েক জন বুধবার বিকেলে পাশর্^বর্তি আবুল হোসেনের বিল্ডিংয়ের ছাদে খেলতে যায়। বিল্ডংয়ের ছাদের উপর দিয়ে প্রবাহিত বিদ্যুতের এগার হাজার ভোল্টের তার আরিফার শরিরে লেগে যায়। পরে আরিফা বিদ্যুৎ স্পৃষ্টে বিল্ডিংয়ের ছাদ থেকে মাটিতে সিটকে পরে। স্থানীয় এলাকাবাসী শিশু আরিফাকে মরাত্তক আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংঙ্কা জনক ভেবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরন করেন। ওই দিনই রাত সারে ৯ টার দিকে আরিফা মিটফোর্ড হাসপাতালে মারা যায়। আরিফার পরিবার প্রায় ১৫/২০ বছর ধরে দেউল ভোগ ভাড়া থাকে। তাদের বাড়ি মাদারিপুর শিবচর উপজেলার চরবাচামার বাসাখলী গ্রামে। এ ব্যপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যপারে একটি অপমৃত মামলা হয়েছে। যাহার মামলা নং-২৮।