মাজেদ রেজা, ঝিনাইদহ : আমরা আছি আমাদের নীড়ে,উদ্ভাসিত আলোয় হবো, হারাতে চাইনা অচেনা ভীড়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকু-ুতে শিল্পী আবিদ সৃতি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষর্থীদের মাঝে স্কুল ড্রেস বিতারণ অনুষ্ঠান পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিতি হিসাবে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ জনাব আতিয়ার রহমান, সরকারী লালন শাহ কলেজ হরিণাকু-ু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জনাব বিপুল হোসেন, অধ্যক্ষ শরিফুল ইসলাম,ফারুক হোসেন,ম্যানেজার জনতা ব্যাংক ভবানীপুর শাখা, হরিনাকুন্ডু প্রেস ক্লাব সহ-সভাপ্রতি জাফিরুল ইসলাম,মাহবুব মৌশেদ শাহিন,মাহবুবুর রহমান আলোক,মাওঃ তৈয়বুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি জনাব বিশ্বনাথ সাদুখার পরিচালনায় সভাপত্বিত করেন,এ্যাডঃ খোদাবক্স মৃধা। আলোচনা সভায় প্রতিষ্ঠান প্রধান ও বক্তরা সমাজের দানশীল সহৃদয়বান ব্যাক্তিদের মাঝে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে এবং প্রতিবন্ধী শিশুদের ব্যাপারে অধিক গুরুত্ব সহকারে খেয়াল রাখতে বলেন।