1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প‌রকীয়ায় ম‌জে স্ত্রী সন্তান ছু‌ড়ে ফে‌লে দি‌লেন জজ, স্ত্রীকে মে‌রে‌ ফেলার হুম‌কি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক! ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকের বাসায় দুর্ধষ চুরি ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের খুনিয়াদীঘি শহীদ স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও সমালোচনার ঝড় ! ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা — অংশীজনের প্রত্যাশা শীর্ষক সভা মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত  পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, অনুরোধ বিকল্প পথে চলার আমরা চাঁদাবাজি-দুর্নীতি করি না, কাউকে করতেও দিবো না: ডা. শফিকুর রহমান মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান নাঃগঞ্জের খানপুর সরদারপাড়া প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণে এস. আলম রাজীব

প‌রকীয়ায় ম‌জে স্ত্রী সন্তান ছু‌ড়ে ফে‌লে দি‌লেন জজ, স্ত্রীকে মে‌রে‌ ফেলার হুম‌কি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ২৩২ বার

নিজস্ব প্রতিবেদক : দু বছর প্রেম এরপ‌রে বি‌য়ে। বি‌য়ের বয়স পে‌রি‌য়ে গে‌ছে এগা‌রো বছর,‌তিন বছর বয়সী ফুটফু‌টে এক‌টি কন্যা সন্তানও র‌য়ে‌ছে তবুও নতুন ক‌রে প্রে‌মে ম‌জে‌ প‌রকীয়ায় জ‌ড়ি‌য়ে প‌রে এখন স্ত্রী সন্তান‌কেই ছু‌ড়ে ফে‌লে দি‌লেন। এমন‌কি ফোন ক‌রে স্ত্রী সন্তান‌কে মে‌রে ফেলারও হুম‌কি দি‌য়ে যা‌চ্ছেন ওই জজ সা‌হেব। আজ বেলা এগা‌রোটায় ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টি‌তে এক সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত সাংবা‌দিক‌দের কা‌ছে কান্না জ‌ড়িৎ ক‌ন্ঠে অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন ওই জ‌জের স্ত্রী লাবনী । অ‌ভি‌যো‌গে জানা গে‌ছে, নড়াইল জেলা জজ আদাল‌তের সহকা‌রি বিচারক(কা‌লিয়া কো‌র্টের) রহমাত আলী রাজু তার স্ত্রী ও এক‌টি তিন বছ‌রের কন্যা থাকা অবস্থায় ঢাকায় আ‌রেকজ‌নের স্ত্রীর সা‌থে প‌রো‌কিয়ায় জ‌ড়ি‌য়ে প‌রে‌ন। প‌রো‌কিয়ার ওই নারীর নাম ই‌শিতা আক্তার তা‌নিয়া, তারও র‌য়ে‌ছে ১১ বছ‌রের এক‌টি কন্যা সন্তান,তার স্বামী ঢাকার একজন প্র‌তি‌ষ্ঠিত ব্যবসায়ী। প‌রো‌কিয়ায় পরার পর থে‌কে নিজ স্ত্রী ও সন্তান‌কে ভু‌লে যান এবং তা‌দের সা‌থে কোন প্রকার যোগায‌োগও রক্ষা কর‌ছেন না, এমন‌কি স্ত্রী ও মে‌য়ের কোন খরচাও দি‌চ্ছেন না জজ সা‌হেব । জ‌জের স্ত্রী রা‌বেয়া আক্তার লাবনী জানান, ২০০৬ সা‌লে তার সা‌থে প‌রিচয় ,এর দু বছর প‌রে ২০০৮ সা‌লে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ম‌হেষপুর ইউ‌নিয়‌নের গো‌বিন্দপুর গ্রা‌মের নও‌শের আলী শাহ এর ছোট পুত্র রহমত আলী রাজুর সা‌থে ইসলামী শরা শ‌রিয়ত মতে বিবাহ বন্ধ‌নে আবদ্ধ হই । তখন রাজু অনার্স প্রথম ব‌র্ষের ছাত্র,তার প‌রিবার ছিল দ‌রিদ্র,বি‌য়ের পর থে‌কে স্বামীর লেখা পড়ার খরচ,ভা‌র্সি‌টি‌তে যাতায়াত খরচ,হাত খরচ এমন‌কি ঢাকার বাসাভাড়া ও সাংসা‌রিক খরচ বহন কর‌তেন আমার বাবা। লেখাপড়া শে‌ষে ঢাকা জজকো‌র্টে শিক্ষানবীশ ল”ইয়ার হিসা‌বে প্রাক‌টিস শুরু ক‌রেন। এরই মধ্যে রাজু জ‌টিল গুরুতর অসুস্থ্য হ‌য়ে প‌রেন,এবং আ‌মিও প্যাগ‌নেন্ট হ‌ই। তখন আমরা আমার বাবা মার কা‌ছে খুলনা‌তে চ‌লে যাই। এরই ম‌ধ্যে আমার স্বামী রাজুর না‌মে চি‌ঠি আ‌সে সহকা‌রি জজ হিসা‌বে চাকুরীর ।২০১৮ সা‌লের মার্চ মা‌স নড়াইল জেলার সহকা‌রি জজ হিসা‌বে যোগদান কর‌তে যাবার সময় নতুন জামা কাপড় যাতায়াত খরচা‌দিসহ সব বহন ক‌রে তা‌কে খুলনা থে‌কে নড়াইলে পাঠায় আমার বাবা । অন্য দি‌কে আ‌মিও ফুটফু‌টে এক‌টি কন্যা সন্তা‌নের মা হই। বাচ্চা একটু বড় হ‌লে আ‌মি আমার স্বামী রাজু‌কে নড়াই‌লে বাসা নি‌তে ব‌লি,তখন রাজু বি‌ভিন্ন তা‌লবাহানা শুরু করে এবং ধিরে ধি‌রে আমা‌দের সাথে যোগা‌যোগ কম‌াতে থা‌কে। প্রায়ই ঢাকা যায় ট্রে‌নিং এর কথা ব‌লে ,‌তিনমাস চারমাস যোগা‌যোগ বন্ধ থা‌কে। এরপ‌রে আ‌মি চল‌তি বছ‌রের এ‌প্রি‌লের সাত তা‌রিখ আ‌মি নড়াইল যাই ,‌সেখানে আমার সা‌থে খারাব ব্যবহার ক‌রে এমন‌কি গা‌য়েও হাত তো‌লে। এর অ‌নেক দিন প‌র পুনরায় আ‌মি নড়াইল যাই এবং জেলা জজ সা‌হেব ভাবীর কা‌ছে সব খু‌লে ব‌লি এবং তি‌নি আমা‌কে আজ রাত থে‌কে যে‌তে ব‌লেন। আ‌মার কা‌ছে থাকা ড‌মে‌নিট‌ে‌রির রু‌মের চা‌বি দি‌য়ে রাজুর বাসায় থাকার জন্য প্র‌বেশ ক‌রি এবং তার ব্যবহৃত পুর্বের মু‌ঠো‌ফোন‌টি আ‌মি খু‌জে পাই, সে‌টি ও‌পেন কর‌তেই বি‌ভিন্ন অঙ্গভ‌ঙ্গির পিক ভি‌ডিও ও ম্যা‌সেঞ্জা‌রে ম্যা‌সেস দে‌খি,যা দেখার জন্য আ‌মি মো‌টেও প্রস্তুত ছিলামনা। ওসব দে‌খে আ‌মি ওখা‌নেই অজ্ঞাণ হ‌য়ে প‌রি। রাজু আমা‌কে ওখা‌নেই গালাগাল বি‌ভিন্নভা‌বে লাঞ্চিত অপমান ক‌রেন,এমন কি গা‌য়েও হাত তো‌লে। এরপ‌রে ওখান থে‌কে আ‌মি খুলনা‌তে চ‌লে আ‌সি। আজ এক সপ্তাহ ধ‌রে ঢাকায় অবস্থান কর‌ছি এবং প‌রো‌কিয়া প্রে‌মিকা‌কে খুজ‌তে থা‌কি , অ‌নেক খোজাখু‌জির প‌রে প‌রো‌কিয়া প্রেমিকা ই‌শিতা আক্তার তা‌নিয়ার খোজ পাই, এবং জান‌তে পাই বা‌গেরহাট জেলার চিতলমা‌রি থানার বড়বাড়িয়া গ্রা‌মের মরহুম সো‌লেমান শিকদা‌রের ছে‌লে বেল্লাল হো‌সেন শিকদার এর বড় মে‌য়ে এই ই‌শিতা আক্তার তা‌নিয়‌া, তারা বর্তমা‌নে উত্তরার আজমপুর দ‌ক্ষিনখান থানার অন্তর্গত ৫০ নং ওয়ার্ড ম‌নির দেওয়া‌নের বাসায় ভাড়া থা‌কেন। ওখা‌নে আ‌মি তা‌নিয়ার সা‌থে দেখা ক‌রে এসব বিষ‌য়ে কথা ব‌ল্লে তা‌নিয়া ও তার মা, বাবা আমা‌কে মারার জন্য তে‌রে আ‌সেন। আ‌মি দ‌ক্ষিন খান থানায় এসব বিষ‌য়ে মামলা বা সাধারন ডা‌য়ে‌রি কর‌তে গে‌লে থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) শিকদার শামীম মামলা বা জি‌ডি কো‌নো‌টি নেন‌নি। সাংবা‌দিক‌দের কাছে কান্না জ‌ড়িৎ ক‌ন্ঠে রা‌বেয়া আক্তার লাবনী ব‌লেন, আ‌মি আমার স্বামী‌কে ফেরৎ চাই,আমার সন্তান যে‌নো তার বাবা‌কে যে‌নো বাবা ডাক‌তে পা‌রে, প্লিজ হেল্প করুন, আমার বাবা একজন মু‌ক্তি‌যোদ্ধা,‌তি‌নি খুবই অসুস্থ্য, আ‌মি প্রধানমন্ত্রীর কা‌ছে বিচার চাই,‌তি‌নিও একজন মা,বাবা হারা হ‌লে সন্তান কেমন থা‌কে তা প্রধানমন্ত্রীও জা‌নেন,‌প্লিজ আমা‌কে বাচান। ন‌চেৎ এই শিশু সন্তান নি‌য়ে আমার আত্মহত্যা ছাড়া কোন পথ থাক‌বে না।
অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে সহকা‌রি জজ রহমত আলী রাজু”র সা‌থে ০১৬৭৫৫০০০৩১ যোগা‌যোগ করা হ‌লে মু‌ঠো ফোন‌টি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম