মাজেদ রেজা, ঝিনাইদহ : ঝিনাইদহে লবণের মুল্যে বৃদ্ধির গুজব ও অবৈধ মজুদ রোধে অভিযান চালিয়েছে পুলিশ ও প্রশাসন। মঙ্গলবার রাতে শহরের বাঘাযতিন সড়ক, চাকলাপাড়া, ব্যাপারীপাড়া, পুরাতন হাটখোলাসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।
জেলা প্রশাসক জানান, সোমবার থেকে জেলার বিভিন্ন বিভিন্ন স্থানে ও ফেসবুকে লবণের মুল্যে বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। গুজব রোধ ও গুজবকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যেন অবৈধভাবে লবণের মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এ জন্য রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় অবৈধ মজুদ রাখার অপরাধে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানীকে দাম অতিরিক্ত না রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, এনডিসি আবু সালেহ মোহাম্মদ হাসনাতসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।