1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশকে কেন ভারতের অংশ বলা ঠিক নয় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান

বাংলাদেশকে কেন ভারতের অংশ বলা ঠিক নয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ২৬৪ বার

সাহাদত হোসেন খান

গত পরশু আমিসহ অনেকে অর্থমন্ত্রী আফম মোস্তফা কামালের একটি উক্তির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছি। হয়তো অনেকে ভেবেছেন, তার সঙ্গে রাজনৈতিক শত্রুতা থেকে এ পোস্ট দেয়া হয়েছে। এ ধারণা মোটেও ঠিক নয়। মানুষ মাত্রই ভুল হয়। আমারও ভুল হয়। তবে আমি ভুল হলে স্বীকার করি এবং সংশোধন করি।
অর্থমন্ত্রী অত্যন্ত জ্ঞানী ও শিক্ষিত। তাকে স্মরণ করিয়ে দিলে তিনিও তার ভুল স্বীকার করে নিতেন। জানি না তাকে কেউ স্মরণ করিয়ে দিয়েছে কিনা। কেউ স্মরণ করিয়ে না দিলে তাকে আজীবন ভুলের বোঝা বহন করতে হবে। কয়েকদিন আগে তিনি লন্ডনে প্রবাসীদের এক অনুষ্ঠানে বলেছেন, নিজের দেশকে জানতে হবে। আমরা ভারতের অংশ। পরে তিনি ইংরেজিতে বলেন, ‘উই দি পিপল অব বাংলাদেশ আর পার্ট অব ইন্ডিয়া। ইট ইজ ট্রু ওয়ান্স উই ওয়েয়ার পার্ট অব ইন্ডিয়া।’ অর্থমন্ত্রীর এ কথার বাংলা অর্থ হলো আমরা বাংলাদেশিরা ভারতের অংশ। সত্যি একসময় আমরা ভারতের অংশ ছিলাম।
তিনি যদি শুধু ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ব্রিটিশ ইন্ডিয়া’ বলতেন তাহলে কারো পক্ষে ভুল ধরা সম্ভব হতো না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অর্থমন্ত্রী এ অর্থেই কথাটি বলেছেন। ইন্ডিয়া বা ভারত হলো আমাদের মতো ব্রিটিশ ভারতের একটি অংশ। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন দেশের জন্ম হয়। একটি ছিল ভারত এবং অন্যটি পাকিস্তান। আমরা পাকিস্তানের অংশ ছিলাম, ভারতের নয়। হতে পারে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু বাংলাদেশকে ভারতের অংশ বলা হলে আমরা আতঙ্কিত না হয়ে পারি না। প্রবাসীদের কাছে বাংলাদেশকে ভারতের অংশ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে অর্থমন্ত্রী নিজের দেশকে ছোট করেছেন। ভারতের পরিচয়ে আমাদের পরিচিত হওয়ার প্রয়োজন নেই। আমরা নিজের পরিচয়ে পরিচিত হতে চাই।
কথাবার্তা এবং চলার পথে অর্থমন্ত্রীর মতো আমাদেরও একই ধরনের একাডেমিক ভুল হয়। আমরা সব সময় ‘আমেরিকা’ বলি। শুদ্ধ-অশুদ্ধের বিচারে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘আমেরিকা’ বলা ঠিক নয়। আমেরিকা দুটি মহাদেশের নাম। একটি দক্ষিণ আমেরিকা এবং আরেকটি উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা কখনো মার্কিন যুক্তরাষ্ট্র অথবা কমপক্ষে যুক্তরাষ্ট্রও বলি না। বড়জোড় ইউএসএ বলি। কেউ সব জানে না। আমিও পৃথিবীর ইতিহাস-ভূগোল সব শিখে ফেলিনি। সাবেক সেনাপ্রধান জেনারেল মইন ইউ. আহমদের ‘শান্তির স্বপ্নে’ শিরোনামে আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে একটি জিনিস শিখেছি। জেনারেল মইন স্যান্ডহার্স্টে সামরিক প্রশিক্ষণ গ্রহণে লন্ডন যাবেন। যাবার আগে তিনি পিতার কাছ থেকে বিদায় নিতে যান। তার পিতা তাকে প্রশ্ন করেন, তুমি কি যুক্তরাজ্য আর ব্রিটেনের মধ্যে পাথর্ক্য জানো? জেনারেল মইন মাথা নেড়ে জবাব দেন, যুক্তরাজ্য হলো ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সম্মিলিত নাম। ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে সম্মিলিতভাবে বলা হয় ব্রিটেন।
আমরা অনেকে কথায় কথায় ব্রিটেন বলি। সরকারিভাবে ব্রিটেন কোনো দেশের নাম নয়, দুটি দ্বীপপুঞ্জের যৌথ নাম। সরকারি নাম হলো যুক্তরাজ্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম