উত্তম অরণ :
আমরা ভুলে যাই – বিশ্বজিৎ
আমরা ভুলে যাই – রসরাজ
আমরা ভুলে যাই – সাগর-রুনী
আমরা ভুলে যাই – তনু, নুসরাত অথবা ঐশী
আমরা ভুলে যাই – অভিজিৎ কিংবা নীলয় নীল।
ভুলতে ভুলতেই ভুল জোয়ারে আবার ভাসি
লালসার ছোবলে, ধর্ষিতা বোনের আহাজারি
খুঁজে নেই আবার সেই অগোছালো মাসি-পিসি
ভুলে যাই, ভুলের পরাভূত শকুনের কার্ণিশ
যেখানে প্রতিনিয়ত ক্ষমতার হলি খেলে বর্ণিল।
বিজয়ের মাস আসে, স্মৃতি মন্থন করে রাষ্ট্র
মগ্ন হই ভ্রমে, করি পৈশাচিক আনন্দ
কানে বাজে, সেই বজ্র কন্ঠ –
এবারের সংগ্রম মুক্তির সংগ্রহ,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
মনে দেয় অভয় বাণী, আবার হই ভ্রান্ত।
ইচ্ছে করে, সেই কন্ঠের মানুষটিকে ফিরিয়ে আনি
যে মানুষটি দিয়েছিলো মুক্তির অভয় বাণী
বিভেদের শৃঙ্খল ভেঙে যেন নতুন দিন গড়ী
মোরা নই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান
মানুষ মানুষ মিলে হই যেন বাঙালি।
বঙ্গবন্ধুর সোনার বাংলায়, একি হাল দেখি!
রবিন্দ্র-নজরুল কিংবা সুফিয়া কামাল
তোমার আমার জাত বেজাতের ভাগাভাগি
ক্ষমতার লড়াইয়ে ঝরছে জীবন, বিভেদের দাঁড়ি
নয়ন মেলিয়া দেখি, চারিদিকে ভুলের বাঙালি।
সত্যিই খুঁজি, বঙ্গবন্ধুর বজ্র সাম্যের বাণী
নতুন বাংলা চাই, মুখোশের আড়াল থেকে স্বাধীন।
#ভুলের_বাঙালি []©
® ৯ ডিসেম্বর, ২০১৯ইং