1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী চৌমুহনী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর দেলোয়ার হোসেনের বিদায় সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

নোয়াখালী চৌমুহনী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর দেলোয়ার হোসেনের বিদায় সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৩২১ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী চৌমুহনী সরকারি এস এ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর দেলোয়ার হোসেনের পদায়নজনিত কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কলেজে অডিটোরিয়ামে হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু জাপর এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌমুহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষ এ এইচ এম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবুল বাশার।

এ ছাড়া উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও বিভাগীয় শিক্ষক শাহ পরাণ,সহকারী অধ্যাপক ফজলুল হক,ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম, প্রফেসর খাদেমুল ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক, সাবেক বিভাগীয় সহকারী অধ্যাপক মো.আসাদুল হক।

এ সময় বক্তারা স্যারের প্রতি কৃতজ্ঞতা ও স্যারের মঙ্গল কামনা করেন। সেই সাথে নোয়াখালী থেকে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একজন মহান শিক্ষক হারাচ্ছে। তিনি শুধু চৌমুহনী সরকারি কলেজের শিক্ষক নয় তিনি ছিলেন এ অঞ্চলের ছাত্রদের অভিভাবক।

এ দিকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় বক্তব্য দিতে গিয়ে প্রফেসর দেলোয়ার হোসেন আবেগ আপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমি একজন শিক্ষক মাত্র তাই শিক্ষক হিসেবে তোমরা যখন যে যায়গা থেকে সমস্যায় পড়না কেন আমি শিক্ষক হিসেবে আছি থাকব। আমি এ কলেজ থেকে চলে গেলেও আমার চিন্তা চেতনা সব সময় এ কলেজের জন্য থাকবে।

১৪ তম বিসিসএসে উত্তীর্ণ হয়ে হাতিয়া সরকারি কলেজ থেকে শিক্ষকতা পেশা শুরু করে বর্তামানে পদউন্নতি পেয়ে ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করবেন।

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অহিদুজ্জামান বাপ্পি, মাইনুল ইসলাম, তোহিদুল ইসলাম,মো.রেদওয়ানুল হক সোহান প্রমুখ। তাদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিদার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভাগীয় প্রধান প্রফেসর আবু জাপর এর সভাপতিত্বে সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চলনা করেন সফিকুল ইসলাম। একই সাথে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম