স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বরুড়া উপজেলার চা বিক্রেতা আবদুল খালেক প্রতিষ্ঠিত নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষার পাশের হার ৯৭.৯৬ শতাংশ।
২০১৯ সালের প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফল আশে পাশের সব স্কুল কে ছাড়িয়ে গেছে। বিদ্যালয়ের পরীক্ষার্থী ৯৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে ৯৬ জন পাশ করেছে। উত্তীর্ণদের মধ্যে ১জন জিপিএ-৫, ৫০জন গ্রেডসহ ৯৬ জন পাশ করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রতিবারের মতো এ স্কুটি ভালো ফল করেছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক, কমিটিবৃন্দসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা।
অাগামী দিনগুলোততে অামরা অারো ভালো ফলাফলের প্রস্তুতি নিচ্ছি।
স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল খালেক জানান, আমি অসুস্থ। তাই আমার মন খারাপ ছিল। কিন্তু ছাত্রছাত্রীদের এই ফলাফল দেখেই খুবই ভালো লাগছে।
উল্লেখ্য, চা বিক্রির টাকা দিয়ে ৫২ শতক জমির উপর ১৯৯৭ সালে বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন অাবদুল খালেক। দুই দশক অপেক্ষার পর ২০১৯ সালে এমপিওভুক্তির তালিকায় স্থান পেয়েছে স্কুলটি।