চট্টগ্রাম ব্যুরো: রাঙ্গুনিয়া উপজেলার মধ্য বেতাগী গ্রামের মাইজ পাড়ার মোঃ দেলোয়ার হোসেন নামের একব্যক্তির ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। আজ সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন জানান, তিনি একটি স্কুলে শিক্ষকতা করেন। তিনি স্কুলে থাকাকালীন, সকাল সাড়ে ৯ টার দিকে কয়েকজন যুবক ছেলে এসে আমার পরিবারের কাছে চাঁদা দাবি করে। কিসের চাঁদা? পরিবার জানতে চাইলে, বলে ঘর তুলতে হলে চাঁদা দিতে হবে চাঁদা না দিলে ঘর তুলতে পারবিনা বলে অকথ্য ভাষায় গালাগাল করে। চাঁদা না দেওয়ায় তাঁরা আমার ঘর ভাংচুর করে। তিনি আরো বলেন, ১৯৮৩ সালে তার বাবা জায়গাটি ক্রয় করেন। বিগত ৩৭ বছর এই জায়গা তিন ভাইয়ের ভোগদখলে রয়েছে। তার মধ্যে ছোট ভাই গত ৩ বছর আগে মারা যায়। বর্তমানে দুই ভাইয়ের ভোগদখলে থাকা জাগার উপরে ঘর নির্মাণ করছিলেন। নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে আসলে দুষ্কৃতকারীরা এ হামলা চালায়। জায়গাটি দখল করার জন্য পাশের কিছু দুষ্কৃত লোক অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জায়গাটি নিয়ে আদালতে মামলার বিচারাধীনও রয়েছে বলে জানান। এবিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে বলেন, আমরা তাদের বিরুদ্ধে আগামীকাল মামলা করবো। আজকে সময়ের জন্য যেতে পারিনি।