ইমরুল শাহেদ : বছরের শেষ দিকে এসে অনেক ছবি নির্মিত হতে দেখা যাচ্ছে। ছবি মুক্তির হিড়িকও রয়েছে। মাত্র এক সপ্তাহ আগে একইসঙ্গে দুই ছবি মুক্তির নিয়ম ভেঙে তিনটি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু ফল যা হওয়ার, হয়েছে। কোনো ছবিই ব্যবসায়িক সাফল্য পায়নি। এমনকি শাকিব খান ম্যাজিকও এখন আর কাজ করছে না। শাকিব অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ এবং ‘নোলক’ চরমভাবে ব্যর্থ হয়েছে। ঢাকার চলচ্চিত্রে এখন কোনো নির্ভরশীল তারকা নেই। অভিনেতা এবং অভিনেত্রীরা পারিশ্রমিক চান আকাশছোঁয়া। কিন্তু কোনো অভিনেতা বা অভিনেত্রীই ছবির ব্যবসায়ের কোনো নিশ্চয়তা দিতে পারেন না। তাহলে তারা পারিশ্রমিকের ব্যাপারে আপোস করেন না কেন? একজন অভিনেতার যখনই মনে হয় তিনি প্রযোজকদের কাছে কিছুটা চাহিদাসম্পন্ন তখনই তিনি পারিশ্রমিক বাড়াতে শুরু করেন। এখান থেকে পরিত্রাণ চাইছেন নির্মাতারা। যা হোক, শাবানা এবং সালমান শাহের পর আর কোনো তারকাই চলচ্চিত্র শিল্পের হাল ধরতে পারেননি। এই দুইজন শিল্পী কখনোই একটা পর্যায় পর্যন্ত পারিশ্রমিক নিয়ে বাড়াবাড়ি করেননি। তাদের মধ্যে ছিলো একটা স্থিতিশীলতা। তারা স্থিতিশীল থেকে নিজেদের জনপ্রিয়তা বাড়িয়েছেন দর্শকের কাছে। নির্মাতারা নিজেরাই বাজার চাহিদা অনুসারে তাদের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। দীর্ঘদিন হলো শাবানা চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন। কিন্তু গ্রাম-গঞ্জের মানুষ এখনো শাবানাকে খোঁজেন। তার চলে যাওয়ার রহস্য সন্ধান করে বেড়ান। একইভাবে রোমান্টিক নায়ক সালমান শাহ যে অবস্থান তৈরি করেছিলেন, সে স্থানে দর্শক আরেকজনকে বসাতে চান না। এখন রোমান্টিক নায়ক হিসেবে দর্শক হৃদয়ে স্থান করে নিতে হলে সালমান শাহকে ছাড়িয়ে কাউকে আসতে হবে। সে সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। জাজ মাল্টিমিডিয়া অকাতরে অর্থ ব্যয় করেও নির্মাতাদের জন্য কোনো নির্ভরশীল তারকা তৈরি করতে পারেনি। তবে নুসরাত ফারিয়া, পূজা চেরি, জলি, রোশান, সিয়াম বা বাপ্পী চৌধুরীরা কাজ করছেন অঢেল। কিন্তু দর্শক হৃদয়ে আবেদন তৈরি করতে পারছেন না। এখন চলচ্চিত্র শিল্পের পুনরায় প্রাণপ্রতিষ্ঠা করতে হলে শাবানা বা সালমানের মতো তারকা লাগবে। প্রযোজকরা সেই অভাবই অনুভব করছেন।