স্টাফ রিপোর্টারঃ-
বৃহত্তর লাকসামের রাজাকার সম্রাট পৌর এলাকার পশ্চিমগাঁওয়ের বাসিন্দা রহমত আলী চৌকিদার । তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারের দাবী উঠেছে । 71 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রহমত আলীর বিরুদ্ধে ধর্ষণ,লুটতরাজ, নিরীহ লোককে হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে । যুদ্ধকালীন সময়ে শ্রীয়াং গ্রামের হামিদ আলী বেপারীকে হত্যা, পশ্চিম গাঁওয়ের শান্তি কমিটির চেয়ারম্যান শহীদ মিয়ার নির্দেশে ছাত্র নেতা ঢাকা সিটি কলেজের জিএস সাংবাদিক হুমায়ুন কবির হিমুর বাড়ি লুটপাট করার অভিযোগ রয়েছে ।
এ যুদ্ধাপরাধী রহমত আলী
লাকসাম পৌরসভার বর্তমান কাউন্সিলর আবদুল আলীম দিদারের আপন চাচা । এই সুবাদে রাজাকারের বিচার প্রক্রিয়া থেকে দূরে আছে ?
পশ্চিম গাঁওয়ের রাজাকারদের কসাইখানার কেয়ারটেকার রহমত আলীকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে লাকসামে মুক্তিযুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট ও বেলতলা বধ্যভূমিতে হত্যাকান্ডের অনেক অজানা রহস্য উন্মোচিত হবে ।