মাহবুবুর রহমান : নোয়াখালী সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল স্কুলের মাঠে বিজয় দিবস উপলক্ষে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে ও কান্ডারী সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘কান্ডারী সাহিত্য সাংস্কৃতিক সংসদ’ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক সন্ধায় উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ এর নির্বাহী পরিচালক জনাব আবদুল আলিম ও জনপ্রিয় গীতিকার সুরকার লেখক সাংবাদিক উপস্থাপক ও শিল্পী আমিরুল মোমেনিন মানিক।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সসাসের মিডিয়া সম্পাদক শেখ নজরুল ইসলাম, কান্ডারী সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর চেয়ারম্যান জনাব সালাউদ্দিনসহ সংগঠনের অন্যান্য সংগঠকবৃন্দ।
এতে সভাপতিত্ব করেন সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল স্কুলের এর প্রধান শিক্ষক হাসানুজ্জামান, অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কান্ডারী সাহিত্য সাংস্কৃতিক এর চেয়ারম্যান মো. সালাউদ্দিনের, অনুষ্ঠান উপস্থাপনা করেন কান্ডারীর পরিচালক মিজানুর রহমান তারেক।
অনুষ্ঠানে আমিরুল মোমেনিন মানিকের একক উপস্থাপনা গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন এ সময় দর্শকরা অনুষঠানে এক ভিন্ন মাত্রা উপভোগ করেন। এতে কান্ডারীর তাদের নাটিকা,অভিনয় ও গান পরিবেশেন মাধ্যমে তাদের পরিবেশনা শেষ করেন।
এ সময় অনুষ্ঠানের ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন এবং অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।