লাভলু শেখ, লালমনিরহাট :
কৃষকদের নিকট থেকে সরাসরি লটারির মাধ্যমে ধান ক্রয়। লালমনিরহাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। লালমনিরহাটের ৫ উপজেলায় ৯ হাজার ৬শত ৬৯ মে. টন আমন ধান ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এযাবত ৩৭.৪৮০ মে. টন ধান ক্রয় করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) লালমনিরহাট জেলা খাদ্য বিভাগ জানান, চলতি মৌসুমে লালমনিরহাটের ৫ উপজেলায় ৯ হাজার ৬ শত ৬৯ মে. টন আমন ধান কৃষকদের নিকট থেকে সরাসরি লটালীর মাধ্যমে ক্রয় করা হচ্ছে। প্রতি কেজি ধান ২৬/- টাকা এবং প্রতি মন ১০৪০/- টাকা দরে কৃষক ধান বিক্রি করতে পারছেন। ইতিমধ্যে ৩৭.৪৮০ মে. টন ধান ক্রয় করা হয়েছে বলে জেলা খাদ্য বিভাগ নিশ্চিত করেছেন। এবছর ৯ হাজার ৪শত হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ৮৫ হাজার ২শত ৯০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান। গত বছরের তুলনায় এবছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে এবং গত বছরের তুলনায় এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।