নিজস্ব প্রকিবেদক :
একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদেন বরণ করতে পুরানা পল্টন কলেজ এক মনজ্ঞ নবীন বরণ আয়োজন করা হয়।
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রাচীনতম বিদ্যাপীঠ পুরানা পল্টন কলেজটি প্রতিষ্ঠিত।
নবীন বরণ অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য ও আওয়ামী প্রজন্ম লীগের কেন্দ্রীয় সভাপতি মনির আহমেদ মনা।
সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ ইস্রাফিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য জামিল আহমেদ খান, মো: মনিরুল ইসলাম লিপু, সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আসলাম আলী খান।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী অধ্যাপক নাজনিন আখতার।
প্রধান অতিথি মনির আহমেদ মনা বলেন, সবার সহযোগিতা নিয়ে আমরা এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করবো। কলেজের যে কোনো প্রয়োজনে আমি সব রকম সহযোগিতা করে যাবো। এই কলেজ আমাদের প্রাণের কলেজ। আমি যেখানেই থাকি আমার প্রাণ পড়ে থাকে এই প্রাঙ্গণে।
বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হেসেন।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক খোদেজা বেগম, প্রভাষক সামিম আরা বেগম, প্রভাষক হাসনা বানু, প্রভাষক বীরেনচন্দ্র সেন, প্রভাষক মো: মাসুদ রানা, প্রভাষক ওয়াহিদুর রহমান, প্রভাষক সাইফুদ্দিন ইয়াহিয়া, প্রভাষক মনির হোসেন, প্রভাষক আমানুল ইসলাম, প্রভাষক আবদুল হাই সিদ্দিকী, প্রভাষক মুহিবুল্লাহ, প্রভাষক রুহুল আমিন, প্রভাষক কাজল কুমার পাল প্রমুখ।