1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফোরকানিয়ার জায়গায় কিন্টারগার্ডেন, সত্যের পক্ষে থাকার আহ্বান : বাপ্পি মজুমদার ইউনুস - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইমাম ও মুহতামিমের সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী খোশরোজ শরীফ উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফোরকানিয়ার জায়গায় কিন্টারগার্ডেন, সত্যের পক্ষে থাকার আহ্বান : বাপ্পি মজুমদার ইউনুস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ২২৪ বার

♦ ফোরকানিয়া এই জায়গাটিতে যখন কিন্টারগার্ডেন শুরু হয় তখনো সমাজের কিছু লোকের আপত্তির মুখে উদ্যোক্তারা বলেছিলেন আমরা 2/3 বছরের মধ্যে এখান থেকে চলে যাব। এক পর্যায়ে তারা এটার দায়িত্ব চেয়ে দিয়ে সামাজিকভাবে বৈঠক করে একটি কমিটি করেন দেন। জনাব আবুল খায়ের ও তার সাথে আরও 2-3 জনের আচরণের অতিষ্ঠ হয়ে কমিটির অন্য সদস্যরা এখান থেকে চলে যান। ফলে তারা একতরফাভাবে জায়গাটি ব্যবহার করে স্কুল চালাতে থাকে এবং এটাকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করে। একাধিকবার চেষ্টা করা হলেও তারা কারও কোন কথা মানেননি বরংচ অপমান অপদস্ত করে। তাই সামাজিক অধিকাংশ লোক মনে করেন যে ফোরকানিয়া জায়গা ফোরকানিয়া থাকুক তারা কিন্টারগার্ডেন তাদের ব্যক্তিগত জায়গায় পরিচালনা করুক। যেহেতু তারা কারো কথা মানেননি তাই সমাজের সচেতন লোক ও জায়গা দানকারীদের একজন উত্তরাধিকার হিসেবে বিষয়টি আমি আইনের দৃষ্টিতে আনি কিন্তু তাদের স্বার্থে আঘাত লাগায় কারণে তারা ক্ষিপ্ত হয়ে ফেসবুকসহ অন্যান্য গণমাধ্যমে আমার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন রটনা করে আমাকে এবং আমার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে। যদি এই জায়গা জোর করে পরিচালনা করা হয় এতে শান্তি বিনষ্ট ও শান্তি শৃঙ্খলা নষ্ট হবে তাই আমি বিষয়টি আদালতের নজরে নিয়ে আসি। শুধুমাত্র সুন্দরভাবে সামাজিক সমস্যাটি সমাধান হয় সেজন্য মহামান্য আদালতের আশ্রয় নিয়েছি এবং এতে আমার কোন ব্যক্তিগত স্বার্থ নেই। আমি আশা করবো সুন্দর মনের মানুষ এবং আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা আমাকে সহযোগিতা করবেন। প্রতিবছর প্রায় এই কিন্ডার গার্ডেন নিয়ে সমাজে উভয় পক্ষ নিয়ে বসা হয় কিন্তু বারবার ব্যর্থ হয় এবং জরগা শান্তি বিনষ্ট হয়। দিন দিন এই সমস্যাটি আরো বৃদ্ধি পেতে থাকে। তাই আমি বিষয়টি মহামান্য আদালতের নজরে নিয়ে এসেছি, এখানে আমার ব্যক্তিগত স্বার্থ নেই এবং আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিল করিনি। আমাদের মুরুব্বিগণ যে সম্পত্তি ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কে দান করেছেন, এবং দাতাদের তত্ত্বাবধানেই ফুরকানি হাফিজিয়া মাদ্রাসা চলছিল, তাদের স্বপ্ন ফোরকানিয়া মাদ্রাসাটি আবার চালু হোক। কিন্টারগার্ডেনটি যারা পরিচালনা করছেন ওনাদের বারবারই বলা হচ্ছে আপনাদের কিন্টারগার্ডেন টি আপনারা আপনাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিচালনা করুন। কিন্তু দিন দিন তারা দলবদ্ধভাবে অন্যায় ভাবে ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা সম্পদ দখল করে এই স্কুলটি পরিচালনা করে আসছে।

প্রথম উদ্যোক্তা যারা ছিলেন তারা বর্তমানে কিন্টারগার্ডেন পরিচালনা করেন না। তার কারণ বর্তমানে যে লোক গুলো প্রতিষ্ঠান পরিচালনা করছে, তারা এক প্রকার স্কুল টি দখল করে। প্রথম উদ্যোক্তারাও চেয়েছিল প্রতিষ্ঠানটি অন্যথায় নিয়ে যাবে কিন্তু তাদের বাঁধার কারণে তা করা সম্ভব হয়নি।

আমি একজন উত্তরাধিকার হিসেবে এবং সমাজের সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হইনি। আমি যতগুলো কাজ করেছি তার প্রত্যেকটি প্রমাণ এবং ভিডিও সহ অন্যান্য তথ্যাবলী সংরক্ষণে রয়েছে। আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ অসংখ্যবার নিজ উদ্যোগে সমাজের সকল শ্রেণীর মানুষকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং শান্তির জন্য সকলকে আকর্ষণ করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছে। আপনারা জানেন যে সমাজে তরুণ সমাজকে সঙ্ঘবদ্ধ করার জন্য কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন এবং সেই সংগঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন অনিয়ম এবং সমাজের বিভাজন না হয় তার জন্য চেষ্টা চালায় কিন্তু সংঘবদ্ধচক্র সে কাজটিও আমাকে করতে দেয়নি।

ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ইতিহাস হচ্ছে, 1950 কিংবা তারপরে বর্তমান জায়গাটি উপর একটি মুক্তব প্রতিষ্ঠিত হয় এবং আমাদের সমাজের একজন বিজ্ঞ আলেম তিনি আমার দাদা হন তার তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এই সুবাদে অনেকেই এই মহৎ কাজের সাথে শরিক হওয়ার জন্য ফোরকানিয়া মাদ্রাসা কে সম্পত্তি দান করেন, সম্পদ দাতাগণ মৌখিকভাবে সম্পত্তি দান করেন। ১৯৯১ সনে এই 16 শতাংশ সম্পত্তি ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার নামে বিএস খতিয়ান ভুক্ত হয়। বর্তমানে জায়গাটি ডিসি অফিসের নামে। জায়গাটি পরিচালনার দায়িত্ব হচ্ছে কমিটির সাধারণ সম্পাদকের।

ফোরকানিয়া ও কিন্টারগার্ডেনের সমস্যাটি দীর্ঘদিনের। সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা কয়েকবারই এ বিষয় নিয়ে বসেছেন কিন্তু কেউ এর সমাধান করতে পারেনি। আমি ভেবেছিলাম সামনের দিনগুলোতে এ সমস্যাটি আরো প্রকট আকার ধারণ না করে, সেজন্য বিষয়টি আদালতকে জানিয়েছি।

বাস্তবতা হচ্ছে দখলদারগন কিছু করে না উঠতে পেরে শুধুমাত্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তারা ভুলে গেছেন সম্মানের মালিক একমাত্র আল্লাহ, তারা যে ন্যাক্কারজনক নাটক চালাচ্ছে তার পরিসমাপ্তি আল্লাহই করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম