আনোয়ার হোসেন শামীম :
মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে গতকাল বুধবার র্যালী, শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা, সাধারণ জ্ঞান, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাংলা বিভাগে অনুষ্ঠিত হয়। গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহবুব আলম মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.এস.এম আসাদুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক প্রভাষক কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, ছাত্রফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, বন্ধন কুমার প্রমুখ।
বক্তারা বলেন, বেগম রোকেয়া একটা অবরুদ্ধ পরিবেশের মধ্যে ধর্মীয় কুসংস্কার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে নারী শিক্ষার প্রসার করেছেন। রোকেয়া সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে আজকে মৌলবাদ-সাম্প্রদায়িকতা ধর্মীয় কুসংস্কার, অপসংস্কৃতি-অশ্লীলতা মাদক জুয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে তোলার আহবান জানান।