আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট :
‘অভিগম্য আগামী পথে’ এমন শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে অর্ধশতাধিক বুদ্ধি প্রতিবন্ধী (বিশেষ চাহিদা সম্পন্ন) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেছে কালের কন্ঠের পাঠক সংগঠন শুভ সংঘের বন্ধুরা। ‘শুভ কাজে, সবার পাশে’ এই আদর্শকে লালল করে বেড়ে উঠা সংগঠনটির নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে গতকাল বুধবার নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রাঙ্গনে বই, খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাফর মজুমদার জাকির, সিনিয়র শিক্ষক রেজাউল করিম মজুমদার, কালের কন্ঠের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল, সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী, পৌর ছাত্রলীগ সভাপতি সোহাগ, শুভ সংঘের উপজেলা সভাপতি একেএম মারুফ হোসেন, সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, সহ-সভাপতি মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মীর সাহাবুদ্দীন, শরীফ আহম্মেদ, সদস্য মহি উদ্দিন মহিন, শিক্ষক ইসরাফিল মোল্লাসহ বিদ্যালয়ে শিক্ষার্থীরা।