1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে হোসেনপুরে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা । ঠাকুরগাঁওয়ে পেট্রলপাম্প বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ঠাকুরগাঁওয়ে ‘পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান’ বিষয়ক আলোচনা সভা চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’র পুরস্কার বিতরণ মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে জরিমানা চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’র পুরস্কার বিতরণ “প্রেস বিজ্ঞপ্তি” ৯২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নবী হোসেন এর মাতা ইন্তেকাল করায়, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এর শোকবার্তা ঠাকুরগাঁওয়ের পৌরসভায় ৮ হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধভাবে চলছে ! প্রশাসন কিছু না, আমরা যা সিদ্ধান্ত নিবো তাই মানতে হবে’–কুবি শিক্ষার্থীকে সমন্বয়ক

মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে হোসেনপুরে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ১৯৭ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
হোসেনপুর উপজেলার পুমদীতে আহাম্মদ ফকির নামে কথিত এক কবিরাজের কবরকে ঘিরে বাৎসরিক মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বুধবার সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে উপজেলার রামপুর বাজারে আয়োজিত এই মানববন্ধনে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের লোকজন অংশ নেন।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন মাও. আবদুল বাছীর সাদী। এতে ডাহেরা গোলপুকুরপাড় আলিম মাদরাসার প্রিন্সিপাল মাও. আব্দুল কাইয়ুম মামুন, আব্দুল্লাহ ইবনে আবুবকর (রা.) মাদরাসার মুহতামিম মাও. সাইয়েদ সিরাজুল হুদা, হাসান রাবেয়া (রা.) মাদরাসার মুহতামিম মাও. কারিমুল্লাহ, মাও. আবুল কাশেম জুয়েল, মাও. আবুল কালাম ফারুকী, মাও. নাজমুল হাসান ফয়সাল, মাও. রফিকুল ইসলাম, আবুল ফাতাহ মো. নূরুল্লাহ, মাও. এমদাদুল হক, হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মোতাসিন বিল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, কতিপয় ব্যক্তির যোগসাজশে কথিত আহাম্মদ কবিরাজের নামে পুমদী গ্রামে সপ্তাহব্যাপী মেলায় সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রম যেমন জুয়ার আসর, মাদকের আড্ডা, ইভটিজিংসহ নানা ধরণের অপকর্ম হয়ে থাকে। এলাকার লোকজনের প্রতিবাদের মুখে গত তিন বছর ধরে মেলাটি বন্ধ রয়েছে।

কিন্তু কতিপয় ব্যক্তি নিজেরা আর্থিকভাবে লাভবান হতে আগামী ২৭ ডিসেম্বর থেকে পুনরায় মেলা আয়োজনের ঘোষণা দিয়েছে। এতে এলাকার সচেতন ও ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। তারা মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে মেলা বন্ধের লিখিত আবেদনও করা হয়েছে।

বক্তারা অবিলম্বে মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী সব কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন। অন্যথায় এলাকাবাসী এর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবেন বলেও হুশিয়ারি দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম