তামান্না মিতি
২নভেম্বর ২০১৯
মেয়ে তুই মানুষ নস,
হাতের খেলায় নখের থাবায়
বাগ বন্দি ছিঃ কুত কুত!
অজগরের করাল গ্রাসে অবুঝ প্রেমে
নত হস।
মন পবনে বৈঠা বাইতে,
পরান মাঝি লাঠি হাতে –
মাঝ দরিয়ায় ঝাপ দিতে বাধ্য তুই।
কোটি সূ্ঁচে বিধে আছে সত্তা তোর ,
ললাট খানি কৃষন বরন,
স্বর্ণ কোমল, হিয়ার নাঁচন –
রস বেরোলে আখ ছিবড়া!
চারিদিকে কাঁটার বেড়া!
নাকাল হবি মেয়ে তুই-
যাসনে কভু বিদেশ বিভূঁই!
মুখে মধু হৃদে বিষ ,
সাপের ফনায় হিস হিস।
লহু চাটে কোমলতায় –
হীরক খন্ড?
নীলে নীল খঞ্জর চালায়,
বিষাদের কষ্ট ধারায়!
মেয়ে তুই মানুষ নস,
অবুঝ হয়ে বেহুঁশ থাকিস।
ফুলের মাঝেই নরক কীট!
রঙিন স্বপ্নে আঁধার ঘনায়,
বেহিসেবি অংক কষে –
শুভঙ্করে শূণ্য মিলায়!
সর্বনাশে ষোলকলায় হয় পূর্ণ।
নিথর দেহে লহু স্রোত ভেসে রয়!
অনলেতে ঝাঁপ দিয়ে কিসের ভয়?
মেয়ে তুই জানিস কি?
তামান্না মিতি
২ডিসেম্বর ২০১৯