1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমাইয়ে নদী থেকে মাটি উত্তোলনে ইউপি চেয়ারম্যান খায়ের মজুমদারের বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে শিশু ও চক্ষু হাসপাতালের ৩৮তম প্রতিষ্ঠা বার্যিকী পালিত মাগুরায় গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় সচেতনতা সৃষ্ঠির লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেন অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার ওয়াজ মাহফিল ও সেমা মাহফিল মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার ওয়াজ মাহফিল ও সেমা মাহফিল গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি

লালমাইয়ে নদী থেকে মাটি উত্তোলনে ইউপি চেয়ারম্যান খায়ের মজুমদারের বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ২৩২ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা।
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মজুমদারের বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে চাঁন-মুইল্লা (নতুন গাংগের)থেকে মাটি উত্তোলন করে বিভিন্ন ব্রিকফিল্ডে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।এতে নদীর পাড়ের বাড়ি-ঘর ও ব্রীজ বিলীন হওয়ার আশংকায় পালপাড়া গ্রামের মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, লালমাই উপজেলার পালপাড়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া চাঁন-মুইল্লা (নতুন গাংগের) দুই পাশে মালিকানা জায়গায় বাড়ি-ঘর তৈরি করে স্থানীয়রা বসবাস করে আসছে।গত প্রায় ৭/৮ দিন থেকে চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার ক্ষমতার দাপট ও প্রভাব বিস্তার করে রাতের অন্ধকারে ওই নদী থেকে প্রতিরাতে মাটি উত্তোলন করে বিভিন্ন ব্রিকফিল্ডে বিক্রি করছে। মাটি বিক্রি থেকে প্রতিদিন বড় অংকের টাকা আয় করছেন। মাটি বিক্রি সিন্ডিকেটের বিল্লাল জানান ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, লালমাই প্রশাসন চেয়ারম্যানের ক্যাডার বাহিনীর সদস্য তোফায়েল, জাকির,ইমান আলী,তাজু, রবিউল,জাহাঙ্গীর সহ ওরা সবাই মিটি বিক্রির টাকা ভাগবাটোয়ারা করে নেন বলে অভিযোগ করেন।
এদিকে,প্রতিদিন রাতে নদী থেকে মাটি উত্তোলনের বিষয়টি জানতে পেরে গত বুধবার রাতে স্থাণীয় সংবাদ কর্মীরা ঘটনাস্থল গিয়ে সত্যতা পান। সংবাদ কর্মীরা তাৎক্ষনিক বিষয়টি উপজেলা ও থানা প্রশাসনকে অবহিত করলেও মাটি উত্তোলন বন্ধের কোন পদক্ষেপ নেয়া হয়নি।
এ বিষয়ে জানার জন্য মাটি সিন্ডিকেটের হোতা বিল্লালের সাথে কথা বললে তিনি সংবাদ কর্মীদের ৫০ হাজার টাকা প্রদানের প্রস্তাব দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন।
পালপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী জানান,প্রতিদিন রাতের অন্ধকারে নদী থেকে প্রায় ২শ’ ট্রাক মাটি উত্তোলন করায় আমরা আতংকে আছি। এভাবে চলতে থাকলে আমাদের বাড়ি-ঘর ব্রীজ নদীতে বিলীন হয়ে যাবে। চলমান অবস্থা থেকে রক্ষা পেতে আমরা স্হানীয় সাংসদ অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার বলেন,আমি ইউএনও স্যারকে জানিয়েছি আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত বলেন আমি ওসি সাহেবের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম