নিজস্ব প্রতিবেদক : স্ত্রী কানিজ ফাতেমা অনির বনানী থানার যৌতক ও নারী নির্যাতন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বাংলাদেশ ব্যাংকের বহিষ্কৃত উপপরিচালক তাওফিক উস সামাদ তন্ময় ও তার পিতা আবদুস সামাদ।
গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানার একটি টিম বাংলাদেশ ব্যাংক কলোনি থেকে লম্পট তন্ময় তার সমস্ত অন্যায় কাজের দোসর পিতা সামাদকে গ্রেফতার করে গতকাল।
এসময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও জনগণে সহযোগিতায় পুলিশ গ্রেফতার করতে সম্মত হয়।
পুলিশ গ্রেফতার করতে সম্মত হয়।
পরে মতিঝিল থানা থেকে মামলার আইও বনানী থানার এসআই আবু তাহের ভূঁইয়া তাকে রাত ৮ টায় বনানী থানায় নিয়ে যায়।
আজ বনানী থানা থেকে জজ কোর্টে নিয়ে গেলে আদালত তন্ময় ও তার পিতাকে কারাগারে প্রেরণ করেন।
তন্ময়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণা ও ধর্ষণের অন্তত ৭টি মামলা রয়েছে।
এই মামলা বিষয়ে আইও আবু তাহের ভূঁইয়া এই প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টপ্রাপ্ত আসামি তন্ময় ও তার পিতা সামাদকে গ্রেফতার করি। গুরুতর অভিযোগে ভিত্তিতে তাদের গ্রেফতার করেছি।
আসামিরা বার বার অবস্থান পরিবর্তন করায় তাদের গ্রেফতারে কিছুটা বিলম্ব হয়েছে।
বাদী সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে আরো দুটি মামলা এফআইআর হওয়ার অপেক্ষায়। এর মধ্যে একটি প্রতারণা, অন্যটি প্রাণনাশের হুমকির মামলা।