নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দক্ষিনগাঁও মৌজায় অবস্থিত ২৭৫ অযুতাংশ জমির আম-মোক্তার প্রদানকারী আব্দুল বাতেন ও গ্রহনকারী ছালেহা বেগমের ২৪২৮ নং দলিলটিকে জাল করে নন্দিপাড়া মৌজায় অবস্থিত ৩৬০০ অযুতাংশ জমি হিসেবে ভূয়া দলিল সৃজন করেছে আমিনুর রহমান ও আলমগীর হোসেনগং।
আজকে সেই ২৪২৮ নং দলিলটির কপি উদ্ধার হয়েছে। উক্ত দলিলের মূল কপি সিআইডির লিখিত নির্দেশে সবুজবাগ থানা উদ্ধার করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দেশীয় আইনে এই জালিয়াতির জন্য ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও সর্বোচ্চ অর্থদন্ড রয়েছে।
উক্ত আমিনুর রহমান ও আলমগীর হোসেন অন্যতম ইসলামী দলের নেতা।
বিস্কারিত আসছে…