মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহে আবারো জেকে বসেছে শীত। সেই সাথে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে শিশুরা।
সদর হাসপাতালের ডাইরিয়া ওয়ার্ডে স্থান সংকুলনা না হওয়ায় মেঝে ও করিডোরে বিছানা পেতে রোগিদের থাকতে হচ্ছে। ১০০ শয্যার হাসপাতালে আজ ভর্তি রুগির সংখ্যা প্রায় ৫০০ জন। এছাড়াও আউটডোরে রুগির সংখ্যা প্রায় ২ হাজারের মত।
চিকিৎসকরা বলছেন, লোটা ভাইরাস জনিত ডাইরিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। পাশাপাশি শিশুরা নিউমোনিয়া ও শ^াস যন্ত্রের রোগে আক্রান্ত হচ্ছে।