মাগুরা থেকে মোঃ সাইফুল্লাহঃঃ
এসো ভাই দেশ গড়ি– তুলা চাষ বৃদ্ধি করি এই শ্লোগান নিয়ে সম্প্রসারি তুলাচাষ প্রকল্পের ফেজ–১ এর আওতায় আজ২০ জানুয়ারী দিন ব্যাপি মাগুরার শ্রীপুরের বারই পাড়া মাঠে তুলা চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক মুকুল মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষিদের আধুনিক তুলাচাষের কলাকৌশল,বীজতুলা উঠানো ও সংরক্ষন, তুলার মূল্য নির্ধারন ও বাজারজাত করন সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করেন তুলা উন্নয়ন বোড ঝিনাইদহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঝিনাইদহ কটন ইউনিট অফিসার স্বপন কুমার রায়, মাগুরা শ্রীপুরের কটন ইউনিট অফিসার মহানন্দ সমাদ্দার। অন্যান্যাদের মধ্যে উপস্হিত থেকে বক্তব্য রাখেন মোঃ আব্দুল বারিক মাস্টার, সাধন কুমার সাহা, মোঃ রিয়াজ হোসেন সহ আরো অনেকে। তুলা উন্নয়ন বোর্ড,ঝিনাইদহ জোনের আয়োজনে ও রাজস্ব খাতের অর্থায়নে শ্রীপুর উপজেলার ২ ইউনিটের বিভিন্ন গ্রামের বাছাই কৃত মোট ৩০ জন তুলা চাষি এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।