আফজাল হোসাইন মিয়াজী :
সময়ের আবর্তনে আবার সবাই এসে দাঁড়িয়েছে বিগত বছরকে বিদায় জানানোর আর নতুন বছরকে বরণ করে নেওয়ার সন্ধিক্ষণে। ইতোমধ্যে পৃথিবী সম্পন্ন করেছে সূর্যকে ঘিরে তার নিজস্ব কক্ষ পথে আরেকটি পরিক্রমণ। দিনের হিসাব রাখতে গিয়ে দেয়ালে টাঙানো দিনপঞ্জিকা উন্মোচন করেছে তার শেষের পাতাটিও।নতুন বছরের প্রথম সূর্যোদয়।
প্রতি বছর এই দিনে নতুন করে জীবন সাজানোর স্বপ্ন দেখি। কিন্তু বছর শেষে প্রাপ্তির খাতা শূণ্যই পড়ে রয়। আজও শুয়ে শুয়ে যখন লিখছি আর হিসেব কষছি এই জীবনের মালিক মহা মহীয়ান প্রভুর নৈকট্য অর্জনের কতটুকু চেষ্টা করেছি…!!
এটা ঠিক বর্ষবরণ নয়, আত্নপর্যালোচনা। জীবন থেকে একটি বছর অতিক্রান্ত হওয়া মানে খুশির জোয়ারে নগ্নতার অন্ধকারে হারিয়ে যাওয়া নয়?
এ যেন ভাটার টান! মহাকালের গর্ভে হারিয়ে যাওয়ার নতুন বার্তা,পরকালীন জীবনের জন্য সঞ্চয়ের হিসেব মিলানোর সময়।
আজ নতুন ভোরের একটাই প্রত্যাশা হে বিশ্ব জগতের মালিক সবার জীবনে অনাবিল শান্তির বার্তা আনয়ন করুন।
(লেখক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী)