গোলাম মোস্তফা মন্টি :
নিজস্ব প্রতিবেদক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ঠেলা গাড়ি প্রতিক পেয়েছেন ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর।নিয়ম অনুযায়ী এখন থেকে তারা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গোপীবাগ রোডের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের ডিএসসিসি’র রিটার্নিং অফিসের অস্থায়ী কার্যালয় থেকে তাদের প্রতীক বরাদ্দ দেন ডিএসসিসি’র রিটার্নিং অফিসার আবদুল বাতেন।
মারুফ আহমেদ মনসুর নিজেই প্রতীক নিয়েছেন।
এবারের ডিএসসিসি নির্বাচনে মোট ৪২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।