1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তর-দক্ষিণে ১৫৯৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান  ঠাকুরগাঁওয়ে বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ মামলায় বাদ যায়নি স্কুলছাত্র সহ মৃত ব্যক্তি , এই নিয়ে আলোচনা – সমালোচনার ঝড় উঠেছে ! ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের টিসিবি কার্ডে দিনমজুর হিসেবে চাকরিজীবীর নাম ! ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার ! মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয় নাগরিক কমিটি চকরিয়ায় মতবিনিময়কালে সুজা উদ্দিন : ঠাকুরগাঁওয়ে ইউএনওর নির্দেশে হাটে অতিরিক্ত টোল আদায়

উত্তর-দক্ষিণে ১৫৯৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ২৪৭ বার

আবদুল্লাহ মজুমদার ঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ১ হাজার ৫৯৭টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ঢাকা উত্তরে ৮৭৬টি এবং দক্ষিণে রয়েছে ৭২১টি ভোটকেন্দ্র। ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রের মধ্যে সাধারণ কেন্দ্রের সংখ্যা ৮৭১টি। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত দুই জন সদস্য মোতায়েন করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ জন এবং সাধারণ কেন্দ্রে ১৬ জন সদস্য নিয়োজিত থাকবেন।

ইসি সূত্রে জানা গেছে, উত্তরের নির্বাচনী ১ হাজার ৩১৮টি কেন্দ্রের মধ্যে ৮৭৬টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ)। বাকি ৪৪২টি কেন্দ্র সাধারণ হিসেবে ঘোষণা করেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে হাজারীবাগ থানার ১৭টি কেন্দ্রের মধ্যে ১৪টি ঝুঁকিপূর্ণ, রামপুরা থানার ৪৩টি কেন্দ্রের মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ। মোহাম্মদপুর থানার ৭২টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, শেরেবাংলার ৪৩টি কেন্দ্রের মধ্যে ১৭টি, তেজগাঁও শিল্পাঞ্চলে ৩৮টি কেন্দ্রের মধ্যে ২৪টি, আদাবর থানার ৪২টি কেন্দ্রের মধ্যে ১১টি, তেজগাঁও থানার ৪০টি কেন্দ্রের সবগুলো, হাতিরঝিলের ৬৭টি কেন্দ্রের ২৩টি, মিরপুরের ১২৯টি কেন্দ্রের মধ্যে ১২১টি, পল্লবীর ১৪৫টি কেন্দ্রের মধ্যে ৫৮টি, কাফরুলের ৯০টি কেন্দ্রের সবগুলো, শ্যামলীর ৪১টির মধ্যে ২২টি, দারুসসালামের ৫৭টির মধ্যে ৪৩টি, রূপনগরের ৪২টির মধ্যে ২০টি। গুলশানের ২৮টির মধ্যে ২১টি, বনানীর ৪৪টির মধ্যে ৪২টি, বাড্ডার ৮৭টির মধ্যে ১৮টি, ভাটারার ৬৫টির মধ্যে ৬০টি, খিলক্ষেতের ২৮টির মধ্যে ১১টি, ক্যান্টমেন্টের ১২টির মধ্যে ২টি, উত্তর-পূর্ব থানার ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি, উত্তর-পশ্চিম থানার ২৬টি কেন্দ্রের সবগুলো, বিমানবন্দর থানার ১০টি কেন্দ্রের সবগুলো, তুরাগ থানার ৩৫টি কেন্দ্রের ১২টি, দক্ষিণখান থানার ৬২টির মধ্যে ৬০টি এবং উত্তরখান থানার ২৪টি কেন্দ্রের মধ্যে ৯টি ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, উত্তর সিটিতে ৮৭৬টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের দিকে বাড়তি নজর রাখা হবে।

দক্ষিণে ঝুঁকিপূর্ণ ৭২১টি কেন্দ্র: দক্ষিণ সিটিতে মোট ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৭২১টি এবং সাধারণ কেন্দ্র ৪২৯টি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, দক্ষিণে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৭২১টি আর সাধারণ কেন্দ্র ৪২৯টি। নির্বাচনের দিকে দিন যত এগিয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র তত বেড়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম