তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মলাই ফকির বাজারের অদূরে মাহিন শাহ (২১) নামের এক বিকাশকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাত লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মাহিন শাহ আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশে ডিস্টিবিউশন এন্ড সেলস ম্যানেজার হিসেবে কর্মরত।
এলাকাবাসী জানায়, বিকাশের টাকা নিয়ে শাহরিয়ার সুমন নামের ওই ব্যক্তি মোটরসাইকেলে যাচ্ছিলেন। নামাপাড়া ও ভাংগীরচর এলাকার মাঝামাঝি রাস্তায় পৌঁছলে ৪-৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে শাহরিয়ারের শরীরের বিভিন্নস্থানে ক্ষত তৈরি হয়। এ সুযোগে ছিনতাইকারীরা তার টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
মাহিন শাহ জানান, তিন কিলোমিটার রাস্তার আগে থেকেই ৩টি মোটর সাইকেলবাহী ছিনতাকারীরা তাকে নজরবন্দীতে রেখেছিল।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল হক বলেন, ‘ছিনতাইয়ের ঘটনার প্রাথমিক তদন্ত চলছে’।