আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট, কুমিল্লা :
কুমিল্লার নাঙ্গলকোটে আইডিয়াল ফ্রেন্ডন্স সোসাইটি (আইএফএস) বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ সোমবার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আই এফ এস পরিচালক এস এম আমিনুল হক মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা: এ কে এম কামারুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, আই এফ এস পরিচালক বশিরুজ্জামান খাঁন, নাঙ্গলকোট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল,সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী প্রমুখ। অনুষ্ঠানে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর শতাধিক শিক্ষার্থীকে বৃত্তির টাকা ও পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ৩ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক।