এফ এ নয়ন: গাজীপুরের টঙ্গীর ন্যাশনাল টিউব্স রোড এলাকা থেকে অজ্ঞাত(৩৫) ব্যক্তির লাশ রোববার সকালে উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
পুলিশ জানান, গতকাল সকাল সাড়ে ৭টায় উল্লেখিত এলাকায় সড়কের পাশে ঐ ব্যাক্তির লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশের এস. আই শফিকুল ইসলাম সংগীয় পুলিশ সদস্যদের নিয়ে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাঁজউদ্দিন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নিহতের পড়নে লুঙ্গি ও হলুদ রংঙের টি শার্ট এবং কালোর মধ্যে সাদা ডোরা শার্ট ছিল। মাঝারি গড়নের গায়ের রং শ্যামলা, গোলাকার মুখমন্ডলে হালকা দাড়ি রয়েছে।