রাজু চৌধুরী, চট্টগ্রাম -চট্টগ্রামে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত চিহ্নিত সন্ত্রাসী কোতোয়ালী থানাধিন রঘুনাথ বাড়ির অজিত দেবের ছেলে অশোক দেব ওরফে লিটনকে বৃহস্পতিবার সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সিএমপি কোতোয়ালী থানা পুলিশের একটি টিম ৷ আটক হওয়া লিটনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে৷ লিটন মূলত একজন দলীয় ক্যাডার হিসেবে কাজ করে চসিক মেয়রের অনুসারি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে সিটি কর্পোরেশনের টেন্ডার সহ বিভিন্ন ক্ষেত্রে দাপট দেখাতো লিটন৷ তবে সে মূলত টেরিবাজার, জেলরোড, আন্দরকিল্লা, জামালখান সহ আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এমনকি অপহরণ কাজে৷ এছাড়া আশাপাশের এলাকায় ইয়াবা সিন্ডিকেটের নেতৃত্ব দেয় লিটনের কিশোর গ্যাং৷ ২০১০ সালে ৩ আগস্ট দুপুরে র্যাব পরিচয় দিয়ে জিইসি মোড়ে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় লিটকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালের ১০ এপ্রিল জেল রোডের মুখে ছোরার ভয় দেখিয়ে ফেরদৌস ওয়াহিদ নামে এক ব্যবসায়ীকে মারধর করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই মামলায় গ্রেপ্তার হওয়া দুই কলেজছাত্র জালাল উদ্দিন সাইমুন ওরফে অন্তর ও সাইদুর রহমান ওরফে নিয়াজের জবানবন্দিতে লিটনের নাম উঠে আসে। ২০১৭ সালের ২৩ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত কর্ণফুলী নদীর ১৪ নম্বর ঘাট ইজারাকে কেন্দ্র করে নগর ভবনের সামনে ছাত্রলীগ-যুবলীগ নামধারী দুগ্রুপে সংঘর্ষ গোলাগুলি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অশোক দেব লিটনসহ তিনজন গুলিবিদ্ধ হয়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, লিটনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৷ লিটনের বিরুদ্ধে একটা রেগুলার মামলা রুজু করা হয়েছে৷