মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলার ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বারিক, কাশিনগর ইউপি পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, উজিপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কালিকাপুর ইউপি চেয়ারম্যান, মাহাবুব হোসেন মজুমদার, মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল হায়াদার বেকন, মিয়া বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিঞা মো. নিজাম উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সর্দার, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিঞা মো. নাছির উদ্দিন আহমদ প্রমুখ।