মাহবুবুর রহমান : চৌমুহনী সরকারি এস এ কলেজে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা শুরু হয়।
পূজার শুরুর আগের দিন বুধাবার সন্ধ্যায় প্রতিমা স্থাপন মধ্যে দিয়ে বৃহস্পতিবার সকালে অঞ্জলি প্রদান, সহ বিভিন্ন আয়োজন সম্পূর্ণ করা হয়।
পূজা উপলক্ষে আয়োজকরা মনে করেন, শিক্ষক-শিক্ষার্থীসহ জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সর্বস্তরের মানুষ এখানে মিলিত হবেন।
এ বিষয়ে কলেজ পূজা উদযাপন এর সমন্বয়ক গণিত বিভাগের প্রভাষক কেশব লাল নাথ ও গিরিধারী বনিক বলেন, আমরা এ আয়োজনের মাধ্যমে সবার মাঝে ভ্রাতৃত্ব চেষ্টা করছি।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।