এফ এ নয়ন:
টঙ্গীর তুরাগতীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শনিবার সকাল পর্যন্ত ৯ মুসল্লির মৃত্যু হয়েছে।
এর মধ্যে শুক্রবার রাতে মারা গেছেন চার মুসল্লি। এছাড়া এবারের বিশ্ব ইজতেমায় প্রচুর লোকের সমাগম হয় পানির সংকট দেখা দেয়।এছাড়া রাস্তার দু’পাশে মানুষ তাবু টাঙ্গিয়ে তাদের খিত্তা বানায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মনজুর রহমান বলেন এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন,কুমিল্লার দেবীদ্বার থানার বিংলাবাড়ী গ্রামের তমিজ উদ্দিন (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তোল্লা গ্রামের শাহজাহান (৬৫), বরিশালের গৌরনদী থানার খালিজপুর গ্রামের আলী আজগর (৭০) ও নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ কলাবাগান গ্রামের ইউসুফ মেম্বার (৪৫) ।
এর আগে শুক্রবার বিকেলে চরঘাট থানার বনকিশোর এলাকার আবদুর রাজ্জাক (৫০), শুক্রবার সকালে নওগাঁর শহিদুল ইসলাম (৫৫), বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার ইয়াকুব শিকদার (৮৫), বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের খোকা মিয়া (৬০) এবং চট্টগ্রামের মোহাম্মদ আলী (৭০) মার যান।
শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর চারদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।