শৈশব:
টঙ্গীতে দীর্ঘ পাঁচ মাস কাজ করে বেতন না পেয়ে পোষাক শ্রমিকরা সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে। গতকাল সোমবার সকাল থেকে হিমারদিঘী এলাকায় নাজিমউদ্দিন টাওয়ার স্পেকটার সোয়েটার লিমিটেডের শ্রমিকরা এ আন্দোলন করেন। এসময় শ্রমিকরা মহাসড়কের চেড়াগআলী বাসস্ট্যান্ড হকের মোড় এলাকায় রাস্তায় মিছিল নিয়ে আবস্থান করলে রাস্তার দুই ধারে যানযট সৃষ্টি হয় পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনা স্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে ফ্যাক্টরির দিকে নিয়ে যায়। এসময় আন্দোলনকৃত শ্রমিকরা দুঃখ প্রকাশ করে বলেন, বেতন চাইলে মালিক পক্ষের লোকজন বিনা নোটিশে তাদের বের করে দেয় এবং খারাপ ব্যবহার করে। বাড়ির ভাড়ার জন্য বাড়ির মালিকরা খারাপ ব্যবহার করে। এই ফ্যাক্টরির শ্রমিক বললে এখন বাড়িওয়ালারা বাসা ভাড়া দিতে রাজী হয় না। এক পর্যায়ে শ্রমিকরা অতিষ্ঠ হয়ে সোমবার সকাল থেকে কারখানার ভিতরে কর্ম বিরতী করতে থাকে এবং দুপুরে প্রায় আট শতাধিক শ্রমিক একত্র হয়ে কারখানার গেটে অবস্থান ও তিসতার গেট নামের সড়ক অবরোধ করেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ টঙ্গী পুর্ব থানার পুলিশ কারখানার ভিতরে ও আশ-পাশে অবস্থান করেছে। তারা আরও জানান, এই কারখানার নাম শোনলে এলাকার দোকানদানরা বাকি দিতে চায়না। তারা খুব কষ্ট করে কাজ করছেন। কারখানার পরিচালক মো. মনজুরুল আজম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংশার চেষ্টা করছি।