আল আমিন হৃদয় :
মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত জানা-অজানা শহীদদের পবিত্র রক্তে সিক্ত কুমিল্লার নাঙ্গলকোটের পরিকোট বধ্যভূমি। এ বধ্যভূমিতে নোয়াখালী, নাঙ্গলকোট ও আশেপাশের অনেক মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে নিমর্মভাবে হত্যা করে তিনটি কবরে গণসমাহিত করে পাক হানাদার বাহিনী।
মুক্তিযুদ্ধ চলাকালে এ বধ্যভূমিতে মুক্তিযোদ্ধাদের এনে একটি বটগাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনও চালানো হতো…
এই বধ্যভূমিটি নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের পরিকোট গ্রামের পূর্ব পাড়া “ডাকাতিয়া নদীর উপর করা পরিকোট বেইলি ব্রীজের পাশেই অবস্থিত”
২০০০ সালের ১৬ ই ডিসেম্বর তৎকালীন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়া বধ্যভূমিটির পাশে একটি স্মৃতিফলক স্থাপন করলেও বর্তমানে স্মৃতিফলকটির বেহাল দশা বিদ্যমান। স্থানীয় মুক্তিযোদ্ধা এবং সচেতন নাগরিকদের দাবি এই বধ্যভূমির উপর করা স্মৃতিফলকটির যেনো খুব দ্রুত সংস্কার করা হয়। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত নাঙ্গলকোট উপজেলার একমাত্র বধ্যভূমি সম্পর্কে নতুন প্রজন্ম ভালো করে জানার জন্য এখানে একটি মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনা নির্মাণের আহবান জানান সচেতন নাগরিকরা।