নাঙ্গলকোট সংবাদদাতা:
আগামী ২৬ জানুয়ারী নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনকে
সামনে রেখে পদ-পদবী নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্ভাব্য প্রার্থী
হওয়া শিক্ষকদের মাঝে উত্তেজনার আভাস পাওয়া গেছে। উপজেলার চাঁন্দগড়া উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর ছিদ্দিক লিটন ও একই বিদ্যালয়ের
সহকারী শিক্ষক মোঃ নুর হোসেন বি,এস,সি দুই জনেই সাধারন সম্পাদক পদে
প্রার্থী হওয়ার ঘোষনা দেন। এতে দুই জনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বুধবার
বিদ্যালয়ের সভাপতি চাঁন মিয়া সরকার, প্রধান শিক্ষক ও মাষ্টার নূর হোসেন
কে নিয়ে জামাল পিয়নের চা দোকানে সমঝোতা করার চেষ্টা করে। এতে তিনি ব্যর্থ
হয়ে উপজেলা চেয়ারম্যান জনাব, সামছুউদ্দিন (কালু) এর নিকট যাওয়ার
সিদ্ধান্ত হয়। নুর হোসেন বি,এস,সি অভিযোগ করে বলেন, এ সিদ্ধান্ত মেনে
নেওয়ার পরও, প্রধান শিক্ষক বিদ্যালয়ের অফিস সহকারী দেলোয়ার হোসেনকে দিয়ে
আমাকে লাঞ্চিত করে। সে বলে, নির্বাচনের পরে রেজুলেশন করে বিদ্যালয় থেকে
আমাকে ঘাঁড় ধরে বের করে দেওয়া হবে। কাল থেকে যেন বিদ্যালয়ে না যাই এবং
নির্বাচন করলে আমার খবর আছে বলে, হুমকি দেয়, অনেক গাল-মন্দ করে। এ
ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি চাঁন মিয়া সরকার ও মাষ্টার দেলোয়ার হোসেনের
সাথে মোবাইল ফোনে জানতে চাইলে, তারা নির্বাচনে দুই জনকে সমঝোতার কথা বলা
হয়েছে। তবে এ নিয়ে বাড়াবাড়ি বা লাঞ্জিত হওয়ার মত কোন ঘটনা ঘটেনি বলে
জানান। এই নেক্কার জনক ঘটনা দূষিদের আইনের আওতায় এনে শাশিÍর দাবী জানান।