মাহবুবুর রহমান : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে নোয়াখালীর সদর, সোনাইমুড়ি, চাটখিলসহ নয়টি উপজেলায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ স্বস্ব উপজেলায়
অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলার সোনাইমুড়ি ও চাটখিলে আলহাজ্ব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। পরে পরিষদের সামনে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহীম, উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।