মাহবুবুর রহমান: নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে ৩ ইভটিজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর এ আলম উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ বখাটেকে এ দন্ডাদেশ দেয়।
অভিযুক্তরা হলেন, ইয়াসিন আরাফাত (২৫), আরমান হোসেন (১৮), মো. রায়হান (১৮)। অভিযুক্তদের মধ্যে ইয়াসিন আরাফাতকে ১৫ হাজার টাকা, বাকি দুজনকে ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দন্ডাদেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।