নইন আবু নাঈম বাগেরহাট ঃ
সারাদেশে উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন দ্বিতীয় পর্যায়ের প্রকল্প একনেকে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাগেরহাটে র্যালী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকালে বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ শেখ মো. মনিরুজ্জামান। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ শেখ মো. মনিরুজ্জামান বলেন, একটা দেশের উন্নয়নের জন্য সব থেকে বেশি প্রয়োজন দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে) প্রকল্পে সরকার ৩২৯ টি প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছে আমরা এটাকে সাদুবাদ জানাই। সরকারের এ যুগোপযোগী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। প্রধানমন্ত্রীকে বাগেরহাটের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।