আল আমিন হৃদয় :
শীতের মৌসুম আসলেই দেখা যায় গ্রামাঞ্চলে জমিন থেকে মাটি কাটা অর্থাৎ মাটি ক্রয় বিক্রির হিড়িক পরে। মাটি ব্যবসায়ীরা জমিনে ট্রাক্টর সহ বিভিন্ন ধরনের ভারী গাড়ি ব্যবহার করেন। দৈনিক এইসব ভারী গাড়ি মূল সড়ক থেকে জমিনে বারবার উঠানামা করে।এতে মূল সড়কের জমিন ঘেঁষা পাশ ধীরে ধীরে ভেঙে যায়। নিয়মিত গাড়ি উঠানামার কারণে একসময় রাস্তার বেহাল দশা হয়ে যায়। ফলে রাস্তায় নিয়মতান্ত্রিক গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটে। এছাড়া শীতের মৌসুমে মাটি ক্রয় বিক্রয়ের ফলে রাস্তায় প্রচুর ধুলাবালির উৎপাত হয়,এতে সাধারণ মানুষ এবং স্কুল ছাত্রছাত্রীদের চলাচলে অসুবিধা হয়। বায়ুদূষণ,শব্দদূষণে পঞ্চমুখ হয়ে থাকে গ্রামাঞ্চলের রাস্তাঘাট। এতে প্রতিনিয়ত বায়ু দূষণজনিত রোগে আক্রান্ত হচ্ছে গ্রামের মানুষ। সাধারণ সচেতন নাগরিকদের অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বারবার এ ব্যাপারে জানানোর পরও কোনো সমাধান পাচ্ছে না তারা।