1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অমর সাধক ও গীতিকার ভবা পাগলার স্মৃতি সংরক্ষনের দাবী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে!

অমর সাধক ও গীতিকার ভবা পাগলার স্মৃতি সংরক্ষনের দাবী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ২২৪ বার

রফিক ভূঁইয়া :
বাংলার এক মহা রত্নের জন্ম হয়েছিলো ঢাকা জেলার ধামরাই উপজেলার আনতা গ্রামে। নাম তার ভবা পাগলা। বাংলার লোক সাহিত্য ও গানে রয়েছে তাঁর কালজয়ী অবদান।বাংলার লোকসঙ্গীত রচনায় তাঁর অবদান অনন্য। ভাব ও বাউল সঙ্গীতে তিনি প্রবাদতুল্য মহাপুরুষ। তাঁ রচিত বাউল সঙ্গীত দেশ কাল অতিক্রম করে বিশ্বজুডে বাঙ্গালীরা প্রাণের সম্পদে পরিনত। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সংসার বিরাগী মহান সাধক। সাধু ভবা পাগলার সাধনার খ্যাতি অখন্ড বাংলার সীমানা ছেড়ে বিশ্ব পরিমন্ডলকেও আলোকিত করছে। তাঁর লেখা প্রায় লক্ষাধিক গান বাংলার লোকজ ঐতিহ্যের এক প্রত্ন সম্পদ।
অজাতশত্রু এই সাধুপুরুষকেও শুধুমাত্র ধর্মীয় কারনে পাকিস্তানী দু:শাসকদের রোষানলে পড়ে দেশান্তরী হতে হয়েছে।দেশান্তরী হয়ে পশ্চিম বাংলার বর্ধমান জেলায় নিজ আস্তানা প্রতিষ্ঠা করেন এবং সেখানেই দেহ ত্যাগ করেন।প্রতি বছর ফাল্গুন মাসে বর্ধমান ও ধামরাইয়ের আখডায় কয়েকদিন ব্যাপী ভবামেলার আয়োজন করেন ভবা পাগলা স্মৃতি রক্ষা কমিটি। এসব মেলায় দুই বাংলার ভবা ভক্ত ছাড়াও অসংখ্য গান পাগল মানুষের সমাগম হয়।
গত ১০ জানুয়ারী হযরত লাডুম শাহ চিশতি দরবার কমিটির সেক্রেটারী জেনারেল অনুজপ্রতিম মাওলানা এইচ এম এ হানিফের সুবাদে আমি ব্যক্তিগতভাবে এই মহান সাধকের আশ্রমে যাবার সুযোগ পেয়েছি। এই সফর আমার জীবনে একটি স্মরনীয় ঘটনা। আশ্রমে দিয়েই সাক্ষাত পেলাম সেবক ত্রিলোক বাবুর সাথে।চমৎকার ত্যাগী মানুষ। সাধুভক্ত সরল এই মানুষ থেকে ভবা পাগলা ও তার আশ্রম সম্পর্কে যা শুনলাম, এক কথায় বলতে গেলে বলতে হয়, দু:খজনক। চরম অবহেলা আর কতৃপক্ষীয় সুদৃস্টির অভাবে এই মহৎ সাধকের জন্মভিটা কালের অবক্ষয়ে ধ্বংসের শেষ সীমায় দাঁডিয়ে আছে। অথচ এই স্থাপনা নানা করনে আমাদের ইতিহাস ঐতিহ্যের গৌরবজনক একটি নিদর্শন।এটা হতে পারতো পর্যটকদের একটি তীর্থস্থান।কিন্তু যথাযথ কতৃপক্ষের সুদৃস্টির অভাব এই গৌরবময় যায়গাটা মানুষের অগোচরেই ধ্বংস হয়ে যাচ্ছে। ভবা পাগলার পৈত্রিক দেড় একর সম্পত্তির অনেকটাই এখন অবৈধ দখলদারের দখলে। সংস্কারের অভাবে শতবর্ষি দোতলা দালান ঘরটিও এখন জরাজীর্ন অবস্থায় ধ্বসে পড়ছে।অনতিবিলম্বে এই গুরুত্বপুর্ন স্থাপনাটি সংরক্ষনে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে এগিয়ে আসতে হবে এর যথাযথ সংরক্ষনের জন্যে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম