শাহজালাল শাহেদ, চকরিয়া:: চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ পালাকাটা আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের উদ্যোগে ৯ম ঐতিহাসিক বিশাল সীরাতুন্নবী (সঃ) মাহফিল শনিবার ১১জানুয়ারি পালাকাটা কালাচাঁনপাড়া সীরাত ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিল পরিচালনা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নূরুন্নবীর সার্বিক তত্ত্বাবধানে ও সকল সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক।
এতে আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুর রহমান দিদারী (ঢাকা), চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, মাওলানা আজিজুল হক জিহাদী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আবদুর রহিম রাশেদী, মাওলানা মোহাম্মদ হোসাইন, মাওলানা মোবাশ্বের আহমদ ও তরুণ আলোচক মুছা ইবনে হোসাইন বিপ্লব।
বিশাল এ মাহফিলে প্রজেক্টরের মাধ্যমে পর্দাসহকারে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়।