তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের ভৈরবে চোর সন্দেহে এক পুলিশ সদস্যকে পিটিয়েছে স্থানীয় ইজিবাইক চালকরা। বৃহস্পতিবার সকালে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়েম (কনস্টেবল নং-৩৭৯) নামের ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে। দুই মাস আগে তিনি পাকুন্দিয়া থানা থেকে ভৈরব থানায় যোগদান করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভৈরব থানা পুলিশের কনস্টেবল সায়েম বেলা ১১টার দিকে রেলস্টেশন এলাকায় দাঁড় করিয়ে রাখা কয়েকটি ইজিবাইকের কাছে সিভিল পোশাকে অবস্থান করছিলেন। এ সময় চোর সন্দেহে তাকে ইজিবাইকের চালকেরা আটক করে মারপিট করতে থাকেন। নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দিলে তাকে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় একজন সাংবাদিক আমার কাছে ফোনে এ ঘটনা জানালে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে কনস্টেবল সায়েমকে উদ্ধার করি। ইজিবাইকের মালিকদের দাবি ওই কনস্টেবল ইজিবাইক চুরি করতে গিয়েছিলেন। আমি তাদেরকে থানায় অভিযোগ দিতে বলেছি।