মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ :
এক যুগে পদার্পণ করল জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন ঝিনাইদহের কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। ‘তারুণ্যের ঝলকানিতে দুর হবে সব অন্ধকার, নব উচ্ছ্বাসে এক যুগ পুর্তিতে কসাস পরিবার’ এ শ্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা
কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম। অতিথি ছিলেন, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সরকারি কেসি কলেজের উপাধ্যক্ষ অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড, মনোয়ারুল হক লাল, কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কসাসের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস ও সহ-সভাপতি শফিক মেহমুদ। আলোচনা সভা শেষে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। পরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, ২০০৮ সালের ২৩ জুলাই ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ১০জন তরুণের হাতে গড়ে ওঠে কথন সাংস্কৃতিক সংসদ। এরপর থেকেই সাংস্কৃতিক জাগরণের প্রচেষ্টার পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করছে সংগঠনটি। স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে সংগঠনটি লাভ করে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড।